Description : |
বাসে উঠেই মনে হইল যেন রোলার কোস্টারে উঠলাম উঠা মাত্রই দৌড়, এক একটা মোড় দেখলাম নিমিশের মধ্যে পার হল, গতি ত ছিল বেশ, তারপর দারুন বাতাস। এই সবের কারন টা বুঝলাম যখন দেখলাম রাস্তায় সিগনাল নাই, জনগন কম, চিল্লা চিল্লি নাই, ভিড় ও বাসে লম্বা লাইন ধাক্কা ধাক্কি নাই। তাহার মূল কারন কিন্তু হারতাল। মনে হল নগরী যেন তার চিরচেনা রূপ হারায় ফেলল। ঢাকার চেহারাই পুরা পালটায় গেল। দেখে মনে হইল আমরা যেন উন্নত কোন দেশে আছি। হারতালের মত চিন্তা একটু বাদ দিতে পারলেই আমরা ২ ধাপ আগাইতে পারতাম। চলছে তারপরও সব থেমে নেই......। |
![]()
Please register/login to submit your comments
|
---|